Logo

সারাদেশ

মিরপুরে বাটা শোরুমের আগুন নিয়ন্ত্রণে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:৫১

মিরপুরে বাটা শোরুমের আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটা শোরুমের আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১৯ জানুয়ারি) মধ্যরাতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘আগুন লাগার খবরের সঙ্গে সঙ্গে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনে। ভবনটির নিচতলায় বাটা শোরুমের দোকান এবং ওপরে দুটি রেস্টুরেন্ট রয়েছে।’

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর