Logo

সারাদেশ

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ জন

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ জন

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর ৫৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) বিকালে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৫৩ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেন।

ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০ জন ছেলে ও ৩৩ জন মেয়ে রয়েছেন। তারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজে স্থান পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ, পাবনা মেডিকেল কলেজসহ আরও অনেক নামকরা প্রতিষ্ঠানে তারা সুযোগ পান।

এই সাফল্যের ব্যাপারে নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থী নাফিস ফুয়াদ বলেন, ‘আমাদের কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের সন্তানের মতো দেখভাল করেন, যার কারণে প্রতি বছরই আমাদের সাফল্য অর্জিত হয়।’

তিনি আরও বলেন, ‘এখানকার শিক্ষার পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর এবং স্যারদের কঠোর পরিশ্রম ও শিক্ষার্থীদের মনোযোগের ফলেই আমরা এই সাফল্য পেয়েছি।’

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের কলেজে সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলেই প্রতিবছর আমাদের শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল অর্জন করে। এটি আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।’

এ ছাড়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ২৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছেন, যার মধ্যে ২৫৫ জন জিপিএ-৫ পেয়েছেন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ প্রতি বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজ ছাড়াও রুয়েট, কুয়েট, চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন। গত কয়েক বছরে কলেজটি নিয়মিতভাবে মেডিকেল কলেজে সাফল্য অর্জন করে আসছে।

এ কলেজটি পূর্বে সরকারি কারিগরি মহাবিদ্যালয় হিসেবে পরিচিত ছিল, তবে ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নামে নতুন নামকরণ করা হয়। ১৯৭৭ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

তৈয়ব আলী সরকার/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর