জমি নিয়ে বিরোধে নাতির হাতে প্রাণ গেল নানার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬
-678e39f0a7bde.jpg)
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে নাতির ছুরিকাঘাতে ইসরাফিল (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল ওই গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে এবং অভিযুক্ত আবু রায়হানের (১৯) নানা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাফিলের সঙ্গে তার নাতি আবু রায়হান ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে ইসরাফিল ধানক্ষেতে কাজ করতে গেলে আবু রায়হান অতর্কিতভাবে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। ইসরাফিলের পেটে পরপর তিনটি আঘাত করার পর অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা ইসরাফিলকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের জানান, খবর পাওয়ার পর হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত আবু রায়হানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এমজে