Logo

সারাদেশ

কুড়িগ্রামে বসতভিটা আগুনে পুড়ে ছাই

Icon

কু‌ড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩

কুড়িগ্রামে বসতভিটা আগুনে পুড়ে ছাই

কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতভিটা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সা‌র্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয়রা জানায়, পাইকপাড়া গ্রামের আমিনুল ইসলামের পুত্রবধূ গ্যাসের চুলায় দুধ গরম করার জন্য পাত্র বসিয়ে দেন। এ সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই গ্যাস সিলিন্ডার ফেটে ঘরের পাঁচটি কক্ষ ও একটি রান্নাঘর পুড়ে যায়। বাসায় লোকজন না থাকায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে ধান, চাল, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।

ফজলুল করিম ফারাজী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর