পেকুয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২০:০১
-678e573f4438d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের পেকুয়া থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও মোটরসাইকেল ছিনতাইকারীর সিন্ডিকেটের মূলহোতা সালাহ উদ্দিন (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় হুমায়ুন কবিরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকারী ব্যবহৃত স্প্রিং এর বিশেষ ধরনের একটি লাঠি ও ছিনতাইকৃত কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সালাহউদ্দিন লামা উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইয়াংছা মেম্বার পাড়া এলাকার মোহাম্মদ ফজলু প্রকাশ রেনুর ছেলে।
পেকুয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার সালাহ উদ্দিন চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে রোডে ও বান্দরবান পাহাড়ি রোডে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি ও মোটরসাইকেল ছিনতাই করে হত্যাকাণ্ডের মত ঘটনা ঘটিয়ে পেকুয়া থানা এলাকায় এসে আত্মগোপন থাকে।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গ্রেপ্তার সালাহউদ্দিনের বিরুদ্ধে বান্দরবান জেলার বিভিন্ন থানাসহ চট্টগ্রামের লোহাগড়া থানায় অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি