Logo

সারাদেশ

ফেনীতে চাঁদাবাজির অভিযোগে ২ পুলিশ প্রত্যাহার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২০:২৪

ফেনীতে চাঁদাবাজির অভিযোগে ২ পুলিশ প্রত্যাহার

চাঁদাবাজির অভিযোগে ফেনী মডেল থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন- সাব ইন্সপেক্টর শুক্কুর ও কনস্টেবল জাহিদ। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ প্রসঙ্গে শহরের পশ্চিম ডাক্তার পাড়া ঈমাম বক্স হাজী বাড়ির বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমাম রিজভী বলেন, সোমবার সকালে আমি ঢাকা চলে যাবো। তার জন্য রাতে আমরা বন্ধুরা সবাই একসাথে বসে দোয়েল চত্বর এলাকায় চা খাচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটি বাঁশ ভর্তি ট্রাক শহীদ মিনার এলাকায় দাঁড়ালো। সেখানে পুলিশের সাথে থাকা সিএনজি ও ট্রাক চালকের কাছ থেকে কিছু একটা নিয়ে চলে আসতে। 

তিনি আরও বলেন, বিষয়টি সন্দেহ হওয়ায় আমি আর আমার বন্ধুরা সিএনজি চালককে জিজ্ঞেস করলে প্রথমে তিনি অস্বীকার করেন। একপর্যায়ে সিএনজি চালক স্বীকার করেন। পুলিশের কথামতো তিনি ট্রাক ড্রাইভার থেকে চা খাওয়ার কথা বলে ২০০ টাকা নিয়েছে। একপর্যায়ে জনতা শহীদ মিনার এলাকায় পুলিশ সদস্যদের ঘেরাও করেন।

পরে চাঁদাবাজির বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমাকে জানানো হয়। পরে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঘটনাস্থলে আসেন। এ বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বাংলাদেশের খবরকে বলেন, শহীদ মিনার এলাকায় চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগটির সত্যতার বিষয়ে অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।

এমরান পাটোয়ারী/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর