Logo

সারাদেশ

দেশের একমাত্র গণতান্ত্রিক দল বিএনপি : ওহাব আকন্দ

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি।

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২০:৪৯

দেশের একমাত্র গণতান্ত্রিক দল বিএনপি : ওহাব আকন্দ

বিএনপি দেশের একমাত্র গণতান্ত্রিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সম্প্রতি ময়মনসিংহের হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নতুন লোক বিএনপিতে প্রয়োজন নেই। বিগত লড়াই-সংগ্রামে যারা ছিলেন, তারা আগামী দিনেও মাঠে থাকবেন। খুনি শেখ হাসিনার দোসরদের ঠাঁই বিএনপিতে হবে না।’ 

আন্দোলন শেষ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কাউকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেওয়া হবে না। দেশের একমাত্র গণতান্ত্রিক দল বিএনপি। মানুষের মঙ্গলের জন্য আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।’ 

ওয়াহাব আকন্দ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। তিনি কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খননসহ বহু উন্নয়নমূলক কর্মসূচি পালন করেছেন। সৌদি আরবের মরু অঞ্চলে নিমগাছ রোপণ করে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছিলেন। তার নেতৃত্বেই জনশক্তি রপ্তানিতে নবদিগন্ত সূচিত হয়েছিল।’

মাজহারুল আজাদ বুলবুল/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর