Logo

সারাদেশ

আমতলীতে ১৬ দোকান পুড়ে ছাই

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বরগুনা

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৯:২৭

আমতলীতে ১৬ দোকান পুড়ে ছাই

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী খেকুয়ানী বাজারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে ১৬টি দোকান পুড়ে গেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 

আগুনে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেলাল তালুকদার বলেন, দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ডাক—চিৎকার শুনে দোকান থেকে বের হই। নিজের কাছে প্রায় লাখ টাকা ছিল, সেগুলোও রক্ষা করতে পারিনি। ১০ লাখ টাকার মতো মালামাল পুড়ে গেছে।

পরিমল চন্দ্র শীল জানান, তার দোকানে বিভিন্ন আসবাবপত্র, কাঠসহ সেলুনের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

গুলিশাখালী ইউনিয়ন চেয়ারম্যান এইচ এম মনিরুল ইসলাম মনির জানান, ঘটনা স্থানে গিয়েছিলাম। পরিষেদের সকল সদস্য বসে ইউনিয়ন পরিষেদ থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারিং ইন্সপেক্টর মো. হানিফ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন গেলেছে বলে ধারণা করা হচ্ছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণ করায় বাজারটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহয়তা করা হবে।

এইচ এম কাওসার মাদবর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর