১২ বছর পর খানসামায় প্রকাশ্যে জামায়াতের মিছিল

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, দিনাজপুর
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দিনাজপুর সফরকে স্বাগত জানিয়ে খানসামা উপজেলায় আনন্দ মিছিল হয়েছে। ১২ বছর পর উপজেলায় প্রকাশ্যে মিছিল করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২১জানুয়ারী) সন্ধ্যায় খানসামা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার পাকেরহাট সরকারি কলেজ মোড় থেকে মিছিল বের করে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সামিউল ইসলাম, সাবেক থানা আমির আতাউর রহমান, কর্মপরিষদ সদস্য আসেদ আলী সহ ইউনিয়ন জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ওলামা বিভাগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
জেআর জামান/ওএফ