ব্রাহ্মণবাড়িয়ায় মিলল ৬০ কেজি গাঁজা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২০:১২
-678fab603a4b3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সালমান স্টোর দোকানের বিপরীতে মহাসড়কে এ গাঁজা উদ্ধার করা হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মামুন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড গোলচত্তর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ড্রাম ট্রাক থামানোর সংকেত দিলে সেটি না থামিয়ে আশুগঞ্জে দিকে চলে যায়। পরে সরকারি পিকআপ যোগে ড্রাম ট্রাকের পিছনে যেতে থাকেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে আশুগঞ্জের দূর্গাপুর ইউপির বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সালমান স্টোর দোকানের বিপরীতে সিলেট থেকে ঢাকাগামী মহাসড়কের উপরে ড্রাম ট্রাকের চালক ও অজ্ঞাত এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
পরে উপস্থিত লোকজনের সামনে ওই ট্রাকের পিছনের বডি থেকে দুটি সাদা প্লাস্টিকের বড় ব্যাগ উদ্ধার করা হয়। এতে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৯ লাখ ৬০ হাজার টাকা।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মামুন রহমান জানান, পলাতক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য গাঁজার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিমন খান/এমবি