Logo

সারাদেশ

বীরগঞ্জে ৬ শিক্ষকের স্থলে ১ শিক্ষিকার পাঠদান

Icon

বীরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২১:৪৭

বীরগঞ্জে ৬ শিক্ষকের স্থলে ১ শিক্ষিকার পাঠদান

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরের বীরগঞ্জে ছয়জন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে ১৮৯ নং নিজপাড়া গ্রামডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ছাত্রছাত্রী হাজিরা খাতায় ১২০ জনের নাম থাকলেও ওইদিন তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিসহ মাত্র আটজন শিক্ষার্থী ছিল। আর উপস্থিত একমাত্র শিক্ষিকার নাম আরিফা জাহান।  

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সরেজমিনে ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিত্র দেখা গেছে। 

জানা গেছে, বীরগঞ্জ উপজেলায় ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথমেই বিনামূল্যে আংশিক বই প্রদান করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান, প্রশিক্ষণপ্রাপ্ত, যোগ্যতাসম্পন্ন শিক্ষক দ্বারা পাঠদান করা এবং শ্রেণি পাঠদানে বাস্তব উপকরণ প্রদান করছে শিক্ষা বিভাগ।

অভিভাবকরা অভিযোগ করেন, প্রায়দিনই একজন অথবা কোনো কোনো সময় দুইজন শিক্ষক দিয়েই স্কুলটি চালানো হয়। প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ বেশিরভাগ সময় স্কুলে অনুপস্থিত থেকেই পরবর্তীতে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এমনকি লুঙ্গি পরিহৃত অব্যবস্থায় স্কুলে আসেন এবং যাবতীয় দাপ্তরিক কাজ করে থাকেন প্রধান শিক্ষক।

অন্য কোনো শিক্ষক না থাকায় বাধ্য হয়ে একজন শিক্ষককে সব শ্রেণির ক্লাস নিতে হয়। যাবতীয় দাপ্তরিক কাজে তাকে সবসময় ব্যস্ত থাকতে হয়। এজন্য বিদ্যালয়ের পাঠদান খুবই নাজুক হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২০ জন ও শিক্ষক পদসংখ্যা ছয়জন। এরমধ্যে মাত্র একজন শিক্ষক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। অপর দুইজন সহকারী শিক্ষকের মধ্যে একজন মো. সফিকুল ইসলাম তিনদিনের ছুটিতে রয়েছেন। সহকারী শিক্ষক ওমর ফারুক ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছে। বাকি তিনজন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, সহকারী শিক্ষিকা কাসমিন আরা ও সহকারী শিক্ষিকা একজন নানা অজুহাত দেখিয়ে স্কুলে আসেন না।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক না থাকার বিষয়ে জানতে পেরে সহকারী শিক্ষা অফিসার মো. মাজেদুর রহমান সরকারি গ্রামডাংঙ্গী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বাস্তবচিত্র দেখতে পান। তিনি বলেন, অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোছা. শাহজিদা হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ইতোমধ্যেই সংশ্লিষ্ট সহকারী শিক্ষা অফিসারকে পরিদর্শন করে রিপোর্ট প্রদান নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, বীরগঞ্জ উপজেলায় নিজপাড়া ইউপির প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্থানীয় ইলিয়াস আলী নামের এক ব্যক্তির দানকৃত ৫৭ শতক সম্পত্তিতে ১৯৮৯ সালে ১৮৯ নং নিজপাড়া গ্রামডাংঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তীতে ২০০২-২০০৩ সালে সরকারীকরণ হয়। 

প্রদীপ রায়/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর