ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক এমপি ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম সরওয়ার জাহান বাদশা ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দুটি দায়ের করা হয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, অ্যাডভোকেট আ ক ম সরওয়ার জাহান বাদশা ৪ কোটি ২০ লাখ ৭২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ৬টি ব্যাংক হিসাবে ১১ কোটি ৪৩ লাখ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে প্রথম মামলাটি দায়ের করা হয়।
অন্যদিকে, তার স্ত্রীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদক জানিয়েছে, এ অভিযোগের ভিত্তিতে পৃথক আরেকটি মামলা করা হয়েছে।
আরিফ/এমবি