Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে হেফাজতে ইসলামের জেলা কমিটি গঠন

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৭:৪০

ঠাকুরগাঁওয়ে হেফাজতে ইসলামের জেলা কমিটি গঠন

ছবি : বাংলাদেশের খবর

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পাঁচ সদস্য বিশিষ্ট প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি এমদাদুল হক শাহী ও সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সভাপতি এমদাদুল হক শাহী গোয়ালপাড়া কওমি মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম বালিয়াডাঙ্গী জমিরিয়া মাদ্রাসার পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল মুকিদ, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম ও প্রচার সম্পাদক হয়েছেন ঈসমাইল বিন হায়দার। 

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উপস্থিত সদস্যদের সংখ্যা গরিষ্ঠ কণ্ঠ ভোটে নতুন কমিটি নেতা নির্বাচন করা হয়।

আবু সালেহ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর