সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:০২
![সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/22/Bangladesher-Khabor-MB-(32)-6790de4190eaa.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা নীলফামারীতে শীতের তীব্রতা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। সকাল থেকে ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটেছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত কোনো ফ্লাইট অবতরণ বা উড্ডয়ন করতে পারেনি। এতে চারটি ফ্লাইটের শতাধিক ঢাকাগামী যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন।
সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, প্রতিদিন সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকা থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ১১টা ২৫ মিনিটে অবতরণ করার কথা ছিল। কিন্তু বুধবার ঘন কুয়াশার কারণে এ ফ্লাইটটি ছাড়াও আরও তিনটি ফ্লাইট যথাক্রমে এয়ার এস্ট্রা, বাংলাদেশ বিমান ও নভোএয়ারের নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করতে পারেনি। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১ হাজার মিটারের নিচে নেমে আসায় ফ্লাইটগুলো ঢাকা থেকেই উড্ডয়ন করেনি। অথচ বিমান অবতরণের জন্য প্রয়োজন কমপক্ষে ১ হাজার ৫০০ মিটার দৃষ্টিসীমা।
এদিকে, ফ্লাইট বাতিল না হলেও দেরির কারণে বিমানবন্দরে উপস্থিত শতাধিক যাত্রী বিপাকে পড়েছেন। যাত্রীদের অনেকেই দীর্ঘ সময় অপেক্ষার পর ফিরে গেলেও অনেকে এখনও গন্তব্যে যাওয়ার আশায় বিমানবন্দরে অবস্থান করছেন। এতে তারা বেশ ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, রাত থেকেই সৈয়দপুরসহ জেলার আশপাশের এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছে। বুধবার সকাল ৬টায় সৈয়দপুরের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ হলেও এর গতিবেগ ছিল প্রায় শূন্য।
সৈয়দপুর বিমানবন্দরের ভারপ্রাপ্ত ম্যানেজার আতাউর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিপর্যয় ঘটেছে। সকাল থেকে বেলা ১ টা পর্যন্ত কোনো বিমান উঠানামা করেনি। সকাল ১১ টা ২৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইট, দুপুর ১২ টায় এয়ার এস্ট্রার একটি, ১২ টা ৩০ মিনিটের বাংলাদেশ বিমান ও ১ টায় নভো-এয়ারের একটিসহ মোট চারটি ফ্লাইট এখনও ঢাকা থেকে ছেড়ে আসতে পারেনি। তবে এ ফ্লাইটগুলো বাতিল করা হয়নি। বেলা বাড়ার সাথে আবহাওয়ার উন্নতি ঘটলে ফ্লাইটগুলো যথারীতি চলাচল করবে।
তৈয়ব আলী সরকার/এমবি