-6790ffbc8b6b4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পঞ্চগড়ের সীমান্ত দিয়ে চোরাই পথে আসা কাপড় ও মাদকসহ ২০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার আমতলা কাজীপাড়া, লাহেরীপাড়ায় ও বগদুলঝুলা সুয়েরপাড় সীমান্ত থেকে মাদকসহ পণ্যগুলো আটক করা হয়।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলার দুটি এলাকায় অভিযান চালানো হয়। বুধবার ভোররাত পৌনে ৩টার দিকে ধামেরঘাট বিওপির বিশেষ টহল দল নায়েব সুবেদার আজাহারুল ইসলামের নেতৃত্বে সীমান্তের আমতলা কাজীপাড়া ও লাহেরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন কাপড় উদ্ধার করা হয়।
জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে- ভারতীয় বিভিন্ন উন্নতমানের শাড়ি ১০০ পিস, লেহেঙ্গা ১৪ পিস, থ্রি পিস ১২ পিস, গ্রাউন ৩ পিস ও ১ জোড়া ভারতীয় সুজ আটক করে জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ১০ হাজার ৫শ টাকা।
অন্যদিকে, মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার জামাল সরকারের নেতৃত্বে সীমান্তের কাছাকাছি বগদুলঝুলা সুয়েরপাড় এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানকৃত ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ও অবৈধ চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসকে দোয়েল/এমবি