Logo

সারাদেশ

সিলেটে সিএনজিচাপায় ২ শ্রমিক নিহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৭

সিলেটে সিএনজিচাপায় ২ শ্রমিক নিহত

সিলেটে সিএনজিচালিত অটোরিকশার চাপায় ২ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত (২৩ জানুয়ারি) ৩টার দিকে নগরীর চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরীর তেররতন এলাকার (সি ব্লক) বাসিন্দা সেলিম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২০) ও মাসুক মিয়ার ছেলে মো. লায়েছ মিয়া (৩৫)। তারা দুজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়।

জানা গেছে, রাত ৩টার দিকে চৌকিদেখি পেট্রল পাম্পের সামনের সড়কে একটি ট্রাক থেকে রড নামানোর কাজ করছিলেন ওই শ্রমিকরা। এসময় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ ১১-৪৪১৫) তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছেন। লাশ দুটি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর