Logo

সারাদেশ

তারুণ্যের উৎসব উপলক্ষে সাপাহারে বিজ্ঞান মেলা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:১৩

তারুণ্যের উৎসব উপলক্ষে সাপাহারে বিজ্ঞান মেলা

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে ধারণ করে নওগাঁর সাপাহারে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার আল হালাল ইসলামী একাডেমী এন্ড কলেজে সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলেপ উদ্দিন, দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল নুর, উপজেলা জামায়াত আমির আবুল খায়ের তরুণ ও আব্দুল্লাহ আনসারী প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া ও বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাগুলোর মাধ্যমে তাদের সৃজনশীলতা, শারীরিক সক্ষমতা এবং বিজ্ঞানমনস্কতা প্রদর্শিত হয়, যা তাদের মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করবে। 

জাহাঙ্গীর আলম মানিক/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর