-679218969f3de.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর রামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ মোশাররফ হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মোশাররফ হোসেন দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের নুর নবীর ছেলে।
র্যাব জানায়, ফেনী থেকে একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রামপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি দ্রুত পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে মাইক্রোবাসসহ মোশাররফকে আটক করে।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মাইক্রোবাসের যাত্রী সিটের নিচে থেকে ৬টি ব্যাগে রাখা ১৮ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাইক্রোবাস এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাব-৭ বাদী হয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ফেনী মডেল থানায় একটি মামলা করেছে।
এমএ এমরান পাটোয়ারী/এমআই