Logo

সারাদেশ

পটুয়াখালীতে মাওলানা আজহারীর প্রথম মাহফিল শনিবার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বরিশাল

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২০:৩৯

পটুয়াখালীতে মাওলানা আজহারীর প্রথম মাহফিল শনিবার

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৫ জানুয়ারি শনিবার পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন আন্তর্জাতিক ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী। পটুয়াখালীতে এটাই তার প্রথম মাহফিল হতে যাচ্ছে।

দলবল নির্বিশেষে ছোট থেকে বৃদ্ধ সবাই তাফসিরুল কোরআন মাহফিল শোনা ও তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান জানান, এতে ১০ লাখ মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও বরিশাল বিভাগের ছয় জেলা ও বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলার মানুষেরা আসতে পারেন। 

তিনি জানান, সেই সুবাদে ইতোমধ্যে শহীদ মিনার প্রাঙ্গণসহ ১০টি মাঠ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে নারীদের জন্য লতিফ স্কুল, হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজ ও হাউজিং এস্টেট মাঠসহ ৩টি মাঠ নির্ধারণ করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে পটুয়াখালী বিমানবন্দর মাঠে।

এছাড়াও বিপুল সংখ্যক লোকের সেনিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে মাঠের আশপাশে নির্মাণ করা হয়েছে ১ থেকে দেড় হাজার অস্থায়ী টয়লেট। এছাড়াও পটুয়াখালী আইনশৃঙ্খলা বাহিনীর ৬০০ নেতাকর্মীর নিরাপত্তার জন্য মাঠে থাকার কথা রয়েছে এবং থাকবে ২০টি মেডিকেল টিমও।

 

জেআই জুয়েল বরিশাল/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর