Logo

সারাদেশ

মাদক কারবারে জড়িত থাকায় শিক্ষক বরখাস্ত

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২০:৫১

মাদক কারবারে জড়িত থাকায় শিক্ষক বরখাস্ত

প্রতীকী ছবি

মাদক মামলায় জেল খেটেছেন এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সে অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা বিভাগ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের একটি অফিস আদেশে শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার।  

জানা গেছে, উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর টটুয়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের নামে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রংপুরে ১৮ মার্চ ২০২৪ সালে একটি মাদক মামলা হয়। ওই শিক্ষককে ১ মে ২০২৪ সালে পুলিশ গ্রেপ্তার করে। তিনি একমাস দুইদিন কারাবাসের পর জামিনে বেড়িয়ে আসেন । 

মেলাবর টটুয়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত ২০ জানুয়ারি  নীলফামারীর জেলা  শিক্ষা অফিসের স্মারক নং ১২৫ নং অফিস আদেশে এ সাময়িক বরখাস্ত করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, ‘চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত রংপুর হতে প্রাপ্ত জাবেদা নকল মোতাবেক মেলাবর টটুয়ার ডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে একটি আদেশ দিয়েছেন।’ 

আবু হাসান শেখ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর