Logo

সারাদেশ

প্রিজন ভ্যান থেকে সমন্বয়কদের হুমকি দিলেন যুবলীগ নেতা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২০:৫৫

প্রিজন ভ্যান থেকে সমন্বয়কদের হুমকি দিলেন যুবলীগ নেতা

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে বুধবার (২২ জানুয়ারি) রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আব্দুর রাজ্জাক রাজাকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আদালত চত্বরে এ সময় জড়ো হযন শত শত মানুষ ও মানিকগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। 

আদালতের রায় শেষে আব্দুর রাজ্জাক রাজাকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকলেই 'রাজার ফাঁসি চাই' বলে স্লোগান দেন। প্রিজন ভ্যান থেকে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা মানিকগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আশরাফুল ইসলাম রাজু, রমজান মাহমুদ, মেহরাব খান, হাসনা হেনাসহ সমন্বয়কদের মেরে ফেলার হুমকি দেন।

এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রিজন ভ্যান আটকে প্রতিবাদ জানান। পরে পুলিশ তাদের আসামির শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মানিকগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার হাসনা হেনা বলেন, ‘আমরা কোর্ট চত্বরে সর্বোচ্চ শাস্তির দাবি করে স্লোগান দিলে, রাজার ছেলে পাশে থাকা দুইতলা ভবন থেকে আমার ছবি তুলে রাখে। প্রিজন ভ্যান থেকে হুমকি প্রদান করে। আমাদের জীবনের এখনো কি নিশ্চয়তা নাই?’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার মো. আশরাফুল ইসলাম রাজু বলেন, ‘আব্দুর রাজ্জাক রাজার নেতৃত্বে ১৮ জুলাই হাসনা হেনাকে কুপিয়ে জখম করে। রাজা প্রিজন ভ্যান থেকে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। এই ধরনের আসামিদের জামিন যেন না হয় এবং এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত।’

আফ্রিদি আহাম্মেদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর