Logo

সারাদেশ

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৩৬

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আরো সাতজন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৬টা ও ৭টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোল প্লাজা ও আইরমাড়ি তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গয়াহাট্টা গ্রামের আলতাফ আকন্দের ছেলে শাহীন আকন্দ। অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বনপাড়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, ভোর ৬টার দিকে টোল প্লাজা এলাকায় ফল বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের ভিতরে থাকা ফল ব্যবসায়ী শাহীন আকন্দ নামে একজন ও অপর একটি ট্রাকের চালক নিহত হন। অপরদিকে সকাল ৭ টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আইরমাড়ি তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের সাত যাত্রী আহত হন। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। পুলিশ ট্রাক দুটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি। 

হাইওয়ে পুলিশ আরো জানন, প্রাথমিক ধারণা অনুযায়ী কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মেহেদী হাসান তানিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর