Logo

সারাদেশ

বাসচাপায় ভ্যানচালকের প্রাণহানি

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:১৫

বাসচাপায় ভ্যানচালকের প্রাণহানি

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় সাবিক মিয়া (২০) নামে ব্রয়লার এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিব পলাশবাড়ী পৌরসভার শিবরামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান। 

তিনি বলেন,সকালে ঠুটিয়াপাকুর বাজারে ব্রয়লার মুরগী সরবরাহ করে ভ্যান চালিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেনন সাকিব। পথে ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় গাইবান্ধা থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাকিব।

এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন বলেও জানান তিনি।

আতিকুর রহমান/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর