রাঙ্গাবালীতে বিডি ক্লিন’র সদস্য সম্মেলন

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৬:১২
-6793678af3c1f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন'র সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে রাঙ্গাবালী সরকারি কলেজ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বিডি ক্লিনের সঙ্গে নিয়োজিত শতাধিক সদস্য অংশ নেন। শুরুতেই পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সদস্যরা শপথবাক্য পাঠ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি ক্লিন রাঙ্গাবালী উপজেলা সমন্বয়ক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় ব্ক্তব্য পেশ করেন, বিডি ক্লিন’র উপপ্রধান সমন্বয়ক মো. মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক এম সোহেল, মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুজিত বিশ্বাস, বিডি ক্লিনের পটুয়াখালী জেলার অতিরিক্ত সমন্বয়ক মাহবুব মোর্শেদ জয়, পটুয়াখালী জেলার সমন্বয়ক আতিকুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কাজ করছে বিডি ক্লিন। রাঙ্গাবালীসহ সারাদেশে নিরলসভাবে অপরিচ্ছন্নতা দূর করে পরিষ্কার-পরিচ্ছন্ন সবুজ-শ্যামল সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছে সেচ্ছাসেবী সংগঠনের এই সদস্যরা। তাদের এই কাজ অন্যদের মধ্যে অনুপ্রেরণা জোগাচ্ছে।
এটিআর/