Logo

সারাদেশ

উদ্ধার হওয়া গরু নিয়ে বিপাকে পুলিশ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬

উদ্ধার হওয়া গরু নিয়ে বিপাকে পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

অভিযানে উদ্ধার হওয়া চারটি গরুর অভিভাবক না পাওয়ায় বিপাকে পড়েছে আমতলী থানা পুলিশ। প্রায় দুই মাস ধরে থানার ভেতরে সামিয়ানা টানিয়ে গরুগুলো লালন পালন করতে বাধ্য হচ্ছেন পুলিশ সদস্যরা। থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ দ্রুত গরুগুলোর মালিক শনাক্ত করে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার থেকে গত ১ ডিসেম্বর পুলিশ চারটি গরুসহ চোর লিটন ঢালিকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমতলী ও গলাচিপার বিভিন্ন এলাকা থেকে আরও ১০টি চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে ১০টি গরু শনাক্ত করে তাদের মালিকেরা নিয়ে গেলেও অবশিষ্ট চারটি গরুর এখনো কোনো অভিভাবক পাওয়া যায়নি। ফলে পুলিশের ওপরই গরুগুলোর দেখভালের দায়িত্ব পড়ে। থানার ভেতরে সামিয়ানা টানিয়ে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং নিয়মিত খাবারও সরবরাহ করা হচ্ছে।

আমতলী থানার এসআই মো. আজিজুর রহমান জানান, ‘চারটি গরুর কোনো মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। নিরুপায় হয়ে আমরা লালন পালন করছি।’

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা চাই গরুগুলোর প্রকৃত মালিককে দ্রুত বুঝিয়ে দিতে।’ 

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর