Logo

সারাদেশ

মামলা করল সেই রিজেন্ট পার্ক, ছাত্রদল নেতাকর্মীরা আসামি

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৬

মামলা করল সেই রিজেন্ট পার্ক, ছাত্রদল নেতাকর্মীরা আসামি

ছবি : সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন রিজেন্ট পার্ক ও রিসোর্টে হামলা এবং ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় মামলাটি (নং-৭) দায়ের করেন পার্কের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ।

মামলার এজাহারে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। 

এজাহারভুক্ত আসামিরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ, ছাত্রদলকর্মী আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ ও সুমন আহমদ। এর মধ্যে আবু সালেহ প্রধান আসামি।

মামলা দায়েরের বিষয়টি শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদশের খবরকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।

এর আগে, রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রিজেন্ট পার্ক ঘেরাও করে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৬ জন ছাত্র-ছাত্রীকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের মধ্যে ৮ তরুণ-তরুণীকে বিয়ে দেওয়া হয়।

বিয়ে পড়ান সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী। বিবাহিতদের মধ্যে তিনজনের ১০ লাখ করে এবং একজনকে ১২ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়।

বিয়ে দেওয়া চার যুগল সিলেটের দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বাসিন্দা।

রেজাউল হক ডালিম/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর