Logo

সারাদেশ

কৃষকদলের সমাবেশে বিএনপির হামলা, নারীসহ আহত ৫

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:০৩

কৃষকদলের সমাবেশে বিএনপির হামলা, নারীসহ আহত ৫

ছবি : বাংলাদেশের খবর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষকদলের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। হামলায় কৃষকদলের এক নারীকর্মীসহ ৫ জন আহত হয়েছেন। স্থানীয় বিএনপির নেতারা এ হামলা করেছে বলে অভিযোগ কৃষকদলের নেতাদের।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার চরএলাহী ইউনিয়নের জাইকা আশ্রয়কেন্দ্রে ঘটনাটি ঘটে। হামলার প্রতিবাদে শুক্রবার রাত ১০টায় কৃষকদলের পক্ষ থেকে নোয়াখালীর মাইজদীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন কৃষকদলের নেতারা।

সংবাদ সম্মেলনে জেলা কৃষকদলের আহ্বায়ক ভিপি পলাশ বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম শিকদার এবং সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের প্রত্যক্ষ ইন্ধনে চর এলাহী ইউনিয়ন যুবদলের সাবেক ইউনিয়ন সভাপতি ইসমাইল, ছাত্রদলের সাবেক সদস্য সচিব বাহাদুর, ইমাম উদ্দিন সবুজ, ইব্রাহীম, বিএনপি নেতা হোসেন মেম্বার, আবুল খায়ের মাস্টার, রাসেল, কামাল, নুরুল হুদা মাস্টার, সোহাগ, বাহাদুর, সাব্বির, আবদুল হাইসহ প্রায় এক থেকে দেড়শ লোক সশস্ত্র হামলা করে।’

তিনি আরও বলেন, ‘কৃষক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে আমাদের কৃষক সমাবেশ আয়োজন করা হয়। কিন্তু উপজেলা বিএনপির নেতারা আমাদের সমাবেশ স্থলে হামলা-ভাঙচুর চালায় এবং আমাদের ৫ নেতাকর্মীদের আহত করে। উপস্থিত কৃষাণিদের মধ্যে জান্নাতুল ফেরদাউস নামে একজন গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি আছেন।’

দ্বীপ আজাদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর