Logo

সারাদেশ

কক্সবাজারে ৫টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৬

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৩:০২

কক্সবাজারে ৫টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৬

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযানে কলিমউল্লাহ বাহিনীর কলিমসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৫টি আগ্নেয়াস্ত্র, ১৩টি দেশীয় অস্ত্র ও ১১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার সাধারণ জনগণের উপর কলিমউল্লাহ বাহিনী নামের সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংসসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল।

ভুক্তভোগী ও স্থানীয়রা কোস্ট গার্ডের শরণাপন্ন হলে ওই এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা সূত্রের তথ্যে, কলিমউল্লাহ বাহিনীর সদস্যরা মহেশখালীর ধলঘাটার মুহরীঘোনা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ৩ টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যৌথ বাহিনী মহেশখালীর কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত দলের ৬ জন সক্রিয় সদস্যকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড তাজা গোলা, ২৩টি দেশীয় অস্ত্র এবং নগদ ১ লাখ ২৫ হাজার টাকাসহ তাদের আটক করে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর