Logo

সারাদেশ

আগুনে পুড়ল ১৩ প্রতিষ্ঠান, অর্ধকোটি টাকার ক্ষতি

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯

আগুনে পুড়ল ১৩ প্রতিষ্ঠান, অর্ধকোটি টাকার ক্ষতি

বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। 

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত হয় ফারুক মিয়ারের চায়ের দোকান থেকে। মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে ততক্ষণে বাজারের অলি উল্লাহ, মহসিন গাজী, ফারুক গাজী, অনিল দাশ, সবুজ, রমেশ, সাইদুল, নাশির, রিপন, খলিল, সাত্তার ও নিজাম বিশ্বাসের ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ ৫৫ লাখ টাকার মতো বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

কসমেটিকস ব্যবসায়ী অলি উল্লাহ বলেন, ‘আমার দোকানসহ ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

ক্ষতিগ্রস্ত নিজাম বিশ্বাস বলেন, ‘সব শেষ হয়ে গেছে। বসতঘরসহ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি পথে বসা ছাড়া কোনো উপায় নেই।’

স্থানীয় ইউপি সদস্য মো. বশির মিয়া জানান, ‘রাত সাড়ে ১১টার দিকে ফারুক মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।’

আমতলী ফায়ার সার্ভিসের লিডার গোলাম মোস্তফা বলেন, ‘দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত সনাক্ত করা সম্ভব হয়নি।’

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেছে।’

এদিকে, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম জানান, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’ 

এইচএম কাওসার মাদবর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর