Logo

সারাদেশ

সেনা ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ১ টাকায় বাজার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:২৯

সেনা ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ১ টাকায় বাজার

ছবি : বাংলাদেশের খবর

‘এক টাকায় সুখের ছোঁয়া, সবার জন্য আমাদের চাওয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে অসহায় ও হতদরিদ্রদের জন্য এক টাকায় বাজারের সহায়তায় পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ ব্যতিক্রমী বাজারের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।

এদিন সকাল থেকে বাজারে উৎসবমুখর কেনাকাটায় মুখর হয়ে ওঠে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলুসহ ৮ রকমের পণ্য দিয়ে সাজানো হয়েছিল বাজার। সবকটি আইটেমের দাম মাত্র ১ টাকায় ক্রয় করার সুযোগ ছিল। বর্তমানে ঊর্ধ্ব গতির বাজার থেকে মাত্র এক টাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পেরে ক্রেতারা খুশি। 

এ সময় শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন, এক টাকায় বাজারের উদ্দেশ্য হচ্ছে সমাজের স্বল্প আয়ের মানুষের নামমাত্র মূল্যে প্রয়োজনীয় জিনিস ক্রয়ের ব্যবস্থা করে দেওয়া। এ উদ্যোগ অল্প আয়ের লোকজনদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী হওয়ার পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়িতে নিরাপত্তা বিধানের পাশাপাশি মানুষের জীবন মান উন্নয়নে সর্বদা সচেষ্ট রয়েছে নিরাপত্তা বাহিনী। আশা করি অন্যান্য সকলে যদি নিজ নিজ অবস্থান থেকে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমরা একটি সুন্দর খাগড়াছড়ি দেখতে সক্ষম হব।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা শাখার সহসভাপতি মোজায়াতুল ইসলাম বলেন, আমরা এক টাকায় অসহায় হত-দরিদ্রের জন্য নিত্য প্রয়োজনীয় আটটি আইটেম বাজার সুবিধা রেখেছি। এর মাধ্যমে একটি মেসেজ দিতে চাই, পাহাড়ে অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাই মিলেমিশে থাকতে চাই। বাংলাদেশকে আমরা সুন্দর একটি পাহাড় উপহার দিতে চাই।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার এ বাজারে ৬শাতাধিক পরিবার মাত্র ১ টাকায় বাজার সুবিধা দেওয়া হয়। 

এক টাকার বাজার পরিদর্শনকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের সহধর্মিনী মিসেস ফারজানা আক্তার চৌধুরী, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত আলম, সদর জোন কমান্ডার  লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি অতিরিক্ত  জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। 

ছোটন বিশ্বাস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর