Logo

সারাদেশ

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া-বালিয়াখালী সেকশনের রেলওয়ে এফ ব্রিজের উত্তরে সন্ন্যাসদহ পদমশহর নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শনিবার সকালের দিকে ওই স্থানে অপরিচিত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে জিআরপি পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে অজ্ঞান এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আতিকুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর