Logo

সারাদেশ

ড. সলিমুল্লাহ খানকে সেলিম আল দীন পুরস্কার প্রদান

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪

ড. সলিমুল্লাহ খানকে সেলিম আল দীন পুরস্কার প্রদান

ছবি : বাংলাদেশের খবর

ফেনী সাহিত্য সভার দুই বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো ফেনী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের মিজান রোডে শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট কবি মঞ্জুর তাজিম।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ফেনীর কৃতি সন্তান ও বাংলা নাটকের প্রবাদ পুরুষ সেলিম আল দীনের নামে ‘সেলিম আলদীন সাহিত্য পুরস্কার-২০২৫’ প্রদান। এ পুরস্কার পেয়েছেন বিশিষ্ট লেখক ও চিত্তক ড. সলিমুল্লাহ খান। এছাড়াও ফেনীর ১০ জন লেখককে ‘গুণী লেখক সম্মাননা’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সম্মেলনের আহ্বায়ক কবি শাবিহ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন ও ফেনী জেলা পুলিশের সুপার মো. হাবিবুর রহমান।

উল্লেখযোগ্য সাহিত্যিকদের মধ্যে নাসরীন জাহান, মসিহ উদ্দিন শাকের, এজাজ ইউসুফী, আশরাফ আহমেদ ও আহমেদ মাওলা উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা ও সাহিত্যকর্ম নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সৈকত রায়হান ও শামীম পাটোয়ারী।

দিনব্যাপী এ আয়োজনে ছিল ফেনী সাহিত্য সভা পাঠচক্রের অধিবেশন। এতে বিভিন্ন সেমিনার এবং আঞ্চলিক সাহিত্য ও ইতিহাস নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের শেষাংশে ফেনী সাহিত্য সভার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়।

ফেনী, ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই শতাধিক কবি-সাহিত্যিক এ সম্মেলনে অংশগ্রহণ করেন। যা সাহিত্যপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

এমরান পাটোয়ারী/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর