৩ সাঁওতাল হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ২০:১৭
ছবি : বাংলাদেশের খবর
২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যাকাণ্ড ও বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে গাইবান্ধায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদসহ তার সহযোগী লাঠিয়াল বাহিনীকে গ্রেপ্তার ও হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ হয়।
শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যার করুণ কাহিনি তুলে ধরে বক্তারা বলেন, এ ঘটনায় আহতরা এখনও উপযুক্ত চিকিৎসা না পেয়ে চরম যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। কেউ পঙ্গুত্ববরণ করেছেন, আবার কেউ শরীরে গুলির স্প্রিন্টার নিয়ে কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ৩৩ জনের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত মূল আসামিরা গ্রেপ্তার হননি।
বক্তারা আরও বলেন, সাহেবগঞ্জ বাগদা ফার্মে সাঁওতালদের ১ হাজার ৮৪২ একর পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে দেয়ার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এছাড়া সম্প্রতি রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় আদিবাসী সাঁওতাল পল্লীর আদিবাসী ব্রিটিশ সরেনের বাড়িতে ভূমিদস্যু রফিকুল ইসলামের নেতৃত্বে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানান। রফিকুল ইসলামের গ্রেপ্তার হলেও অন্য অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে। অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বক্তারা।
এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজিউর রহমান রাফেল, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আলী প্রামাণিক প্রমুখ।
আতিকুর রহমান/এমবি