Logo

সারাদেশ

২ মার্চে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে : ইসি

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:০২

২ মার্চে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে : ইসি

ছবি : বাংলাদেশের খবর

২ মার্চে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে বলে আশা করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হলরুমে নতুন ভোটারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘নির্দিষ্ট সময়ে খসড়া হয়ে ২ মার্চে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে।’

ইসি বলেন, ‘ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রযোজন হবে। এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে, সেগুলো নিরসন করতে হবে। আমাদের কমিশন সভার সিদ্ধান্ত মতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা হবে।’

তিনি বলেন, ‘ভুয়া ভোটার তালিকা, মৃত ভোটারদের উপস্থিতি, বিদেশি নাগরিকদের উপস্থিতি, দ্বৈত ভোটারদের উপস্থিতি, এগুলো কাটিয়ে ওঠার জন্যই ভোটার তালিকা হালনাগাদকরণ।’

নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের প্রত্যাশা হচ্ছে, আগামীতে একটা সুষ্ঠ,সুন্দর, গ্রহণযোগ্য ও প্রম্নহীন নির্বাচন করার। এই ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠ ভোটার তালিকা।

নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনের হাতে নয় উল্লেখ করে তিনি বলেন, ‘তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধে যেকোনো সময় দিনক্ষণ ঠিক হবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে।’

ফজলুল করিম ফারাজী/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর