Logo

সারাদেশ

নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:০০

নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরে নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধ এবং পুনরায় পোস্ট পেইড মিটার চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। 

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) কার্যালয়ের সামনে ‘বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি’র ব্যানারে এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা নেসকো কতৃপক্ষকে আল্টিমেটাম দিয়ে বলেন, ‘আগামী ১০দিনের মধ্যে যদি তাদের দাবি না মেনে নেওয়া হয়, তাহলে এলাকাবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলন করা হবে।’

এলাকাবাসীর উদ্দেশে তারা বলেন, ‘কারো বাড়িতে আবারও প্রি-পেইড মিটার বসাতে গেলে কখনোই যেন মিটার বসাতে না পারে।’ প্রয়োজন হলে তাদেরকে আটকিয়ে রাখার ঘোষণাও দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য পেশ করেন, ভুক্তভোগী গ্রাহক আলহাজ সোলায়মান মোল্লা, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রায়হান আলী খান তাজ, রোকেয়া বেগম লাইজু, জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আবুল হোসেন, বিদ্যুৎগ্রাহক মোহাম্মদ আলম, মঞ্জুর আলম জুয়েল, দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মো. আনিসুজ্জামান মিলন, বিদ্যুৎগ্রাহক আব্দুস সালাম, আবু সাঈদ মজুমদার প্রমুখ। 

এসময় জেলা বিদ্যুৎগ্রাহক স্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক সাঈদ আহম্মেদ খান শাহিন, যুগ্ম আহ্বায়ক নুর আলম সোহেল, সঞ্জয় কুমার গুপ্ত, আব্দুল মজিদ মিয়া, সামিউল ইসলাম সুমন, সদস্য মো. সাকিল হোসেন, আক্তার, হৃদয়সহ বিভিন্ন এলাকার ৫ শতাধিক ভুক্তভোগী  অংশগ্রহণ করেন। 

মানববন্ধন শেষে ১২ দফা দাবি সম্বলিত একটি আবেদন নেসকো পিএলসি’র পরিচালনা ও সংরক্ষণ সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. মোছাদ্দেক কবিরের নিকট হস্তান্তর করা হয়। আবেদন গ্রহণ করে মোসাদ্দেক কবির বাংলাদেশের খবরকে বলেন, ‘এ ব্যাপারে ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে অবহিত করা হবে। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবেন সেটা বাস্তবায়ন করা হবে।’ 

রহমত আল আকাশ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর