অর্থ আত্মসাতের অভিযোগে টেকনাফে শ্রমিকদের মানববন্ধন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫২
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রতিবাদ এবং ন্যায্য মজুরীর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। এ সময় মালামাল উঠানামা বন্ধ রয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯ টায় বন্দরের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচী ঘিরে সকাল থেকে ট্রলার ও ট্রাকে মালামাল উঠানামা বন্ধ রেখেছেন শ্রমিকরা। যার ফলে ব্যবসায়ীরা বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, বিগত ১৬ বছর ধরে একটি সিন্ডিকেট বন্দরের শ্রমিকদের ন্যায্য মজুরী থেকে বঞ্চিত করে আসছে। সিন্ডিকেটটি বন্দরের ম্যানেজারের সাথে যোগসাজশ করে ট্রাক প্রতি ১০ হাজার টাকা আদায় করলেও শ্রমিকদের মাত্র ২-৩ হাজার টাকা মজুরী হিসেবে প্রদান করত। বাকি টাকা আত্মসাত করা হত।
দীর্ঘদিন ধরে ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা রোববার সকালে মালামাল উঠানামা বন্ধ রেখে মানববন্ধন শুরু করেন। সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বন্দরের প্রধান ফটকের সামনে মানববন্ধনে কয়েক শতাধিক শ্রমিক অংশ নেন। এ সময় তারা অর্থ আত্মসাতকারী সিন্ডিকেট সদস্যদের শাস্তির দাবি জানান। একই সাথে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরীর দাবিও তুলেন।
মানববন্ধন চলাকালীন সময়ে শ্রমিক নেতা আব্দুল আমিনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য রাখেন আব্দুর শুক্কুর, মোহাম্মদ আলম ও ছৈয়দ হোসেন।
হুঁশিয়ারি দিয়ে শ্রমিক নেতারা বলেন, যদি তাদের দাবিগুলো দ্রুত মেনে না নেওয়া হয়, তবে বন্দরের সকল কার্যক্রম অচল করে দেওয়া হবে।
টেকনাফ স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর জানান, সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধনের কারণে সকাল থেকে সব ধরণের পণ্য উঠানামা বন্ধ রয়েছে। এ কারণে ব্যবসায়ীরা বিপুল ক্ষতির মুখে পড়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি