Logo

সারাদেশ

সন্তান হত্যার বিচার চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪১

সন্তান হত্যার বিচার চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্তান হত্যার ১০ বছর পার হলেও বিচার না পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন নিহত রুহুল জামিলের মা রওশন বানু। 

রোববার (২৫ জানুয়ারি) সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করেন তিনি। এর আগে দুপুরে সোনারগাঁ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রুহুল জামিল হত্যার বিচার দাবি করেন নিহতের পরিবার।

রওশন বানু জানান, তার ছেলে রুহুল জামিলের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ভূমি দস্যুদের বিরোধ ছিল। হুমকির মুখে পড়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন জামিল। পরে ২০১৫ সালের ২৫ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন এশিয়ান হাইওয়ের পাশে তার লাশ পাওয়া যায়। 

জামিলের মা বলেন, এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করি। ওই মামলার এজাহারভুক্ত আসামি আমজাদ, রাসেল, আলমগীর, জুয়েল ও রফিকুলকে গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বের হয়ে আসে। পরবর্তীতে পুলিশ উল্লেখিত আসামিদের নাম চার্জশিট থেকে বাদ দিলে আমরা নারাজি প্রদান করি। প্রশাসন দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। 

মামলার কোনো সুরাহা না হওয়ায় দীর্ঘ ১০ বছর ধরে রওশন বানু প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। নিহতের মা বলেন, আমার পুরো পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার সন্তান হত্যার বিচার এবং পরিবারের সুরক্ষার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে নিহত রুহুল জামিলের মা রওশন বানু ছাড়াও উপস্থিত ছিলেন তার স্ত্রী সালমা আক্তার নিঝুম, বড় মেয়ে ফৌজিয়া আফসানা ইনান, ছোট মেয়ে সারা জামিল সিফা, বোন দিলরুবা আক্তার, বিলকিস সুলতানা, ছোট ভাই রুহুল ইসলাম ও তার স্ত্রী  সাম্মি আক্তার লিপি।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, এ ঘটনার একটি স্মারকলিপি পেয়েছি। যথাযথ প্রক্রিয়ায় এটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

সজীব হোসেন/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর