পুকুরে মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪২

ছবি : বাংলাদেশের খবর
বগুড়া সদর থানা থেকে লুট হওয়া দুটি আগ্নেয়াস্ত্র পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ৫ আগস্ট ২০২৪ সালে থানা থেকে এই অস্ত্র দুটি চুরি হয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি এলএমজি (লাইট মেশিন গান) এবং একটি চায়না রাইফেল।
প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম জনি জানান, রোববার (২৬ জানুয়ারি) বিকেলে জমিতে কীটনাশক দেওয়ার জন্য পুকুরে পানি আনতে গিয়ে তিনি পুকুরের কাদামাটির মধ্যে দুটি অস্ত্রের নল দেখতে পান। পরে তিনি আশেপাশের লোকজনকে খবর দিয়ে ঘটনাটি পুলিশকে জানান।
আরেক প্রত্যক্ষদর্শী ঘোলাগাড়ি গ্রামের সার্থক হাসান বলেন, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবহিত করি।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ৯৯৯ ফোন পাওয়ার পর পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছায় এবং কাদামাটির মধ্যে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র দেখতে পাই।
তিনি আরও বলেন, এটি ২০২৪ সালের ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুণ্ঠিত অস্ত্রগুলোর মধ্যে দুটি। পুকুরের মধ্যে আরও অস্ত্র রয়েছে কিনা তা জানার জন্য পুকুর সেচ করে তল্লাশি চালানোর প্রক্রিয়া চলছে।
জুয়েল হাসান/এমআই