Logo

সারাদেশ

কর্মবিরতিতে শ্রমিকরা

১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, খুলনা

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৩১

১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

ছবি : বাংলাদেশের খবর

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ট্যাংকলরি শ্রমিকরা কর্ম‌বির‌তি পালন কর‌ছেন। রোববার (২৬ জানুয়া‌রি) বিকালে তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৬টি জেলায় পরিবহন বন্ধ করে দেন তারা। তারা ট্যাংকলরি রেখে খালিশপুর এলাকার বিআইডিসি সড়ক অবরোধ করেছেন। 

এ ছাড়া শ্রমিকরা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী, পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজু বক্তব্য দেন। তারা বলেন, ‘অবিলম্বে আলী আজিমকে মুক্তি দেওয়া না হলে অনির্দিষ্টকাল জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকবে।’

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. এনাম মুন্সী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির মিথ্যা মামলায় আলী আজিম‌কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

খুলনা মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, ট্যাংকলরি শ্রমিক নেতা আলী আজম‌কে স্থানীয় লোকজন রোববার দুপু‌রে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। তি‌নি খালিশপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি।

ত‌রিকুল ইসলাম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর