কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২১:৩৭
ছবি : বাংলাদেশের খবর
সদ্য ঘোষিত কুষ্টিয়া পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীরা।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মহিউদ্দিন চৌধুরী মিলন।
জানা গেছে, শনিবার রাতে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের স্বাক্ষরিত পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৩১ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয় শওকত হাসান বুলবুল ও সদস্য সচিব করা হয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে বিশ্বাস বাবুকে।
কমিটি ঘোষণার পর থেকেই বিরোধিতা করছে বিএনপির একাংশ। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় মহিউদ্দিন চৌধুরী মিলনের সমর্থকরা শহরে মশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের পায়রা চত্বর থেকে শুরু হয়ে এন এস রোড হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী মিলন বলেন, জেলার আহ্বায়ক কমিটিতে আমাকে যেমন অবহেলা করা হয়েছে। তেমনি পৌর কমিটিতেও অবহেলা করা হয়েছে। আমরা দলের জন্য যে সংগ্রাম করেছি, তার কোনো মূল্যায়ন করা হয়নি। যারা কমিটিতে স্থান পেয়েছে, তাদের অধিকাংশকেই জনগণ চেনে না। অথচ সংগ্রামী নেতারা পদবঞ্চিত। আমাদের দাবি, অবিলম্বে এ কমিটি বাতিল করা হোক। আমরা এ কমিটি মানি না, মানব না।
এ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বাংলাদেশের খবরকে বলেন, আমার মনে হয় এর থেকে সুষ্ঠু কমিটি আগে হয়নি। সবাইকে কমিটিতে রাখা হয়েছে। কিন্তু সবাই আহ্বায়ক বা সদস্য সচিব হতে চাইলে তা সম্ভব নয়।
আরিফ/এমবি