নওগাঁয় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ, হতাশায় কৃষক
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৪
![নওগাঁয় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ, হতাশায় কৃষক](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/26/Bangladesher-Khabor-MB-(33)-67965ac69e2a6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বীজসহ কৃষি উপকরণের দাম বেশি হলেও ভালো দামের আশায় নওগাঁ জেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ করা হয়েছে। যদিও অনুকূল আবহাওয়ায় চাষিরা ভালো ফলনের আশা করলেও ক্ষেতে দেখা দিয়েছে কান্ড পঁচাসহ বিভিন্ন রোগবালাই। এতে বাড়তি পরিচর্যা করতে গিয়ে কৃষি উপকরণের দাম বাড়ায় আলুর উৎপাদন ব্যয় বেড়ে গেছে। ফলে চাষিদের মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে।
বিগত বছরে আলুর ভালো দাম পাওয়ায় চলতি রবি মৌসুমে কৃষকরা স্বল্পমেয়াদি ফসল হিসেবে আলু চাষের দিকে ঝুঁকেছেন। এ কারণে এবারে রেকর্ড পরিমাণ ২১ হাজার ২৪০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এটি জেলায় এ যাবতকালের সর্বোচ্চ পরিমাণ জমিতে আলু আবাদ। বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে আলু চাষে খরচও বেড়েছে। এর ওপর আলু ক্ষেতে রোগবালাই দেখা দেওয়ায় বাড়তি পরিচর্যার প্রয়োজন হচ্ছে। যদিও বাজারে আগাম জাতের আলুর সরবরাহ ভালো থাকায় আলুর দাম কমে এসেছে।
জেলার মান্দা, আত্রাই, রানীনগর, নিয়ামতপুর, বদলগাছী ও মহাদেবপুরসহ বিভিন্ন উপজেলার কৃষকরা আগাম জাতের আলু তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। বাজারে আলুর চাহিদা থাকায় উৎপাদিত আলু জমি থেকেই পাইকারদের কাছে বিক্রি করছেন অনেক কৃষক।
এ বছর নওগাঁয় পাকড়ি, এস্টারিক্স, কারেজ, কার্ডিনাল, ডায়মন্ড, গ্র্যানোলাসহ ৩০ প্রকারের আলু চাষ হয়েছে। তবে বীজ, সারসহ অন্যান্য উপকরণের মূল্যবৃদ্ধি, ক্ষেতে রোগবালাই ও আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন।
এম এ রাজ্জাক/এমবি