Logo

সারাদেশ

সুন্দরবনে স্যাটেলাইট ট্রান্সমিটারসহ কুমির অবমুক্ত

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৬

সুন্দরবনে স্যাটেলাইট ট্রান্সমিটারসহ কুমির অবমুক্ত

বাগেরহাটের সুন্দরবনে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে একটি কুমির অবমুক্ত করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চরাপুটিয়া খালে ৭ ফুট লম্বা এবং ১২ বছর বয়সী এই কুমিরটি অবমুক্ত করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির, আইইউসিএনের প্রকল্পের সমন্বয়কারী সারোয়ার আলম দীপু এবং বন বিভাগের কর্মকর্তারা। 

আজাদ কবির জানান, সুন্দরবনে কুমিরের সংখ্যা কমে যাচ্ছে এবং তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে, তাই এই গবেষণার মাধ্যমে কুমিরের জীবনাচারণ ও খাদ্যাভাস নিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এটি কুমিরের প্রজনন বৃদ্ধির পাশাপাশি সুন্দরবনে কুমিরের সংখ্যা বাড়াতে সাহায্য করবে।

এর আগে, গত বছরের ১৩ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে চারটি লোনা পানির কুমিরের শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের অভ্যন্তরে অবমুক্ত করা হয়। এর মধ্যে দুটি পুরুষ ও দুটি স্ত্রী কুমির ছিল।

শেখ আবু তালেব/এটিআর 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাগেরহাট কুমির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর