লালমোহনে ১০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:০৭
ছবি : সংগৃহীত
ভোলার লালমোহন উপজেলায় মৎস্যসম্পদ রক্ষায় বড় ধরনের অভিযান চালানো হয়েছে। ১০ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।
রোববার (২৬ জানুয়ারি) রাতে মেঘনা নদীতে উপজেলা মৎস্য অফিসের বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে এই অবৈধ জালগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ২টি ছোট ফাঁসের পাই জাল এবং ১টি টাইগার জাল, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেবের নির্দেশনায় এবং লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, তথ্য সংগ্রহকারী মো. নূর নবী এবং থানা পুলিশের সদস্যরা।
সৈয়দ মেজবা উদ্দীন/এটিআর