Logo

সারাদেশ

ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে লড়াই করতে হবে : হেফাজত

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩

ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে লড়াই করতে হবে : হেফাজত

ছবি : বাংলাদেশের খবর

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, ক্ষমতাকে পাকপোক্ত করতে আওয়ামীলীগ ওলামায়ে কেরামকে ব্যবহার করেছিল। শেখ হাসিনা কুফরী মতবাদের বিশ্বাসী। তার ফাঁসি না হওয়া পর্যন্ত হেফাজত কোনো আপোষ কবে না।

সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৩ টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলা ও মহানগরের আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেফাজতের মহাসচিব বলেন, জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন। এখন দেশ নিয়ে আবারও নতুন চক্রান্ত চলছে। ভারতে র এজেন্টরা যে চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে।

তিনি আরও বলেন, অনতিবিলম্বে সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করতে হবে। ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনে অর্জিত মজলুমানের বিজয় ও যথার্থ স্বাধীনতার চেতনাকে অর্থবহ করতে ইসলামি শক্তির সুসংহত ঐক্য গড়ে তুলতে হবে। 

সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আল্লামা নুরুল হক। সঞ্চালনায় করেন কুমিল্লা মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মুফতি শামছুল ইসলাম জিলানী। সম্মেলনে আরও বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা আ. রাজ্জাক কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, মুফতি মুশতাকুন্নবী কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মাওলানা লোকমান মাজহারী, কুমিল্লা মহানগরের উপদেষ্টা মাওলানা মনির হোসাইন, মাওলানা আ. কুদ্দুস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলার সেক্রেটারি মুফতি আমজাদ হোসাইন, কুমিল্লা মহানগরের সেক্রেটারি মাওলানা মুনিরুল ইসলাম কাসেমী, বুড়িচং উপজেলার সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান আশরাফি প্রমুখ।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর