লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালি ব্যাংকে ডাকাতির চেষ্টা

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:০৪
লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ব্যাংকের চারিদিকে নিরাপত্তা বলয় তৈরি করে।
সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পেছনের দেওয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকের একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা এসে পুরো এলাকায় ঘিরে রাখেন।
এদিকে ব্যাংকে থাকা টাকা লুট হয়েছে কি-না এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীরা।
রাহেবুল ইসলাম টিটুল/ওএফ/এনজে