ঝিনাইদহে সড়কের পাশে গাছে ঝুলছিল যুবকের মরদেহ
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১০:২১
![ঝিনাইদহে সড়কের পাশে গাছে ঝুলছিল যুবকের মরদেহ](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/28/bangldesher_khabor-BD-67985b415040b.jpg)
ঝিনাইদহের শৈলকুপায় সড়কের পাশের একটি গাছ থেকে মিঠুন হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ভাটই এলাকার প্যারিস রোডের সড়কের মাঠের মধ্য থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মিঠুন হোসেন একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে। সে পেশায় দিনমজুরি ছিলেন বলে জানা গেছে।
ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ভাটই-কচুয়া সড়কের পাশে একটি গাছে লাশ ঝুলে আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মিঠুন হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, পেশায় দিনমজুর মিঠুন হোসেন সোমবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে মানসিকভাবে অসুস্থ। কিছুদিন ভালো থাকে, আবার তার মানসিক অসুস্থতা বেড়ে যায়। তার বড় ভাই এক বছর আগে বিষপানে আত্মহত্যা করেছেন।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ওই যুবকের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এম বুরহান উদ্দীন/ওএফ