-67989ce17029f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নওগাঁয় এক ব্যক্তি রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
নিহত জাহিদুল ইসলাম (৪১) বাড়ি পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামে।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই গ্রামের মামুনুর রশিদ (৩৬), রুবেল হোসেন (২৫) ও মোহাম্মদ রাজু হাসান (৩২)।
এর আগে গত ১৫ ডিসেম্বর দিবাগত রাতে জাহিদুল ইসলামকে জবাই করে হত্যা করা হয়। পর মৃতদেহটি পত্নীতলা উপজেলা থেকে একটি অটোচার্জার ভ্যানে করে মহাদেবপুরের রাইগাঁ ইউনিয়নের আরমান সরদারের জমির পাশে কালভার্ট ব্রিজের নিচে ফেলে রাখেন আসামিরা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঘাতকরা একই এলাকার জমির পাশে কালভার্টের নিচে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিকে ফেলে রেখে যায়, যা নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, আসামিদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।
এম এ রাজ্জাক/এমবি