Logo

সারাদেশ

মৎস্য চাষিদের বকেয়া ৭ কোটি টাকা ফিরে পেতে বিক্ষোভ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:৩২

মৎস্য চাষিদের বকেয়া ৭ কোটি টাকা ফিরে পেতে বিক্ষোভ

নাটোরে তিন উপজেলার শতাধিক মৎস্য চাষির বকেয়া ৭ কোটি টাকা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পুরুলিয়ার বাসিন্দা রাজারবাগ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত হুমায়ুন কবির চাকরির পাশাপাশি মাছের ব্যবসা করতেন। এরই ধারাবাহিকতায় গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সিংড়ার উপজেলার শতাধিক মাছ চাষির কাছ থেকে কয়েক দফায় প্রায় ৭ কোটি টাকার মাছ নেন তিনি। 

তারা আরও বলেন, পরবর্তীতে মাছ চাষিরা টাকা চাইলে তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান হুমায়ুন ও তার পরিবারের সদস্যরা। পরে রাজারবাগ পুলিশ লাইনে খোঁজ নিয়েও ভুক্তভোগীরা জানতে পারেন হুমায়ুন সেখানেও অনুপস্থিত। 

বক্তারা বলেন, সর্বস্বান্ত মৎস্য চাষীরা গুরুদাসপুর, সিংড়া ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর হুমায়ুনের বিরুদ্ধে টাকা আত্মসাৎয়ের অভিযোগ দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দ্রুত অর্থ আত্মসাৎকারী কনস্টেবল হুমায়ুনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ বকেয়া টাকা উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, কনস্টেবল হুমায়ুন কবিরের বিষয়ে অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মেহেদী হাসান তানিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর