Logo

সারাদেশ

মহেশখালীতে ইজিবাইক চাপায় শিশু নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:০৩

মহেশখালীতে ইজিবাইক চাপায় শিশু নিহত

কক্সবাজারের মহেশখালীতে ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) চাপায় মিজান মনি (৬) নামের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির মাও আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কালারমার ছড়ার মিজ্জিরপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শিশু মিজান কালারমার ছড়ার মিজ্জিরপাড়ার বাসিন্দা রবিউল আলমের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধান সড়কের মিজ্জিরপাড়া অংশে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে একটি যাত্রীবাহী ইজিবাইক ফুটপাতে উঠে যায়। এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা মা ও শিশুটির উপর উলটে পড়ে। এতে ঘটনাস্থলেই মিজান মনি নিহত হন। শিশুটির মুখ ও মাথা সম্পূর্ণ থেঁতলে যায়। দুর্ঘটনার পর সিএনজিচালিত টেক্সিটি দ্রুত পালিয়ে যায়। তবে স্থানীয়রা ইজিবাইকটি আটক করতে সক্ষম হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর