Logo

সারাদেশ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাডভোকেট মামুনকে অব্যাহতি

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:৫২

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাডভোকেট মামুনকে অব্যাহতি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপির নেতৃত্বাধীন) থেকে অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সহ সভাপতি ছিলেন।

ফোরামের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের পরিপন্থি কর্মকাণ্ডের জন্য অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত একটি চিঠি জানায়, ২৮ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক এবং অব্যাহতিপ্রাপ্ত অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনকে অনুলিপি প্রদান করে অবগত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি।

অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লিটন হোসাইন জিহাদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর